হোম > সারা দেশ > ঝালকাঠি

সাঁকো থেকে পড়ে যাওয়া ভাইকে উদ্ধার করতে গিয়ে বোনেরও মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতার জোড়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুহিবুল্লাহ (৪) পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার (৯) একই গ্রামের শহিদুল ইসলামে কন্যা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

বিষয়টি নিশ্চিত স্থানীয় ইউপি সদস্য করেছেন মো. রাকিব উদ্দিন। 

স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর সাঁকো পাড় হওয়ার সময় মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। এ সময় তার প্রতিবন্ধী চাচাতো বোন সুরাইয়া আক্তার উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেওয়ার সময় সেও ডুবে মারা যায়। 

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে সেখান থেকে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা