পটুয়াখালীর দশমিনায় ট্রাকচাপায় মালবাহী ভ্যানের চালক মো. মালেক আকন (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টায় এ ঘটনা ঘটে। নিহত মালেক আকন উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মরহুম হাতেম আকনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বেলা ৩টায় উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজের ঢালে জামাল এন্টারপ্রাইজের মালবাহী ট্রাক ব্রিজের ওপর উঠতে গেলে ব্রেক ফেল করে পেছনে থাকা মালবাহী ভ্যানকে ধাক্কার দেয়। এতে ভ্যানের চালক সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ভ্যানচালকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।