পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২ নং টিয়াখালী ইউপির ৮ নং ওয়ার্ডের পাঁচ মেম্বার প্রার্থীকে এক মঞ্চে ভোট চাইতে দেখা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় বাদুরতলী বালুর মাঠে পাঁচ প্রার্থীকে এক মঞ্চে এনেছেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ শিকদার। জানা গেছে, তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করেন।
এ সময় উপস্থিত জনগণের কাছে ভোট প্রার্থনা করেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইসমাইল হাওলাদার (ব্যাট প্রতীক), মো. আবুল কালাম সিকদার (তালা প্রতীক), মো. মহিব্বুল্লাহ মুন্সি (মোরগ প্রতীক), মো. খলিল মল্লিক (টিউবওয়েল প্রতীক), মো. জাকারিয়া মল্লিক (ফুটবল প্রতীক)।
উঠান বৈঠকে পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ এর সদস্য মো. ফিরোজ শিকদার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ সিকদারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।