হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পুকুরে গোসলে নেমে শিশু নিখোঁজ, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।

গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ