হোম > সারা দেশ > ভোলা

তালাক দেওয়া প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনায় দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যা’

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে তালাক দেওয়ার পর আবারও প্রথম স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন স্বামী। এদিকে অভিমান করে বিষপান করেন দ্বিতীয় স্ত্রী সাথী বেগম (২৫)। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। 

এর আগে রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। তিনি ওই এলাকার মো. মাইনুদ্দিনের দ্বিতীয় স্ত্রী। 

দ্বিতীয় স্ত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাস আগে প্রথম স্ত্রীকে তালাক দেন মো. মাইনুদ্দিন। কিছুদিন পর একই এলাকার সাথী বেগমকে বিয়ে করেন মাইনুদ্দিন। গতকাল রোববার বিকেলে আবারও প্রথম স্ত্রীকে বিয়ে করে ঢাকা থেকে বাড়িতে আনেন মাইনুদ্দিন। 

এদিকে খবর পেয়ে রোববার বাবার বাড়ি থেকে মাইনুদ্দিনের বাড়িতে ছুটে আসেন দ্বিতীয় স্ত্রী সাথী। এরপর রাতে স্বামীর বাড়িতে এসে বিষপান করেন তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান সাথী। 

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে বিষপান করেছে এমন কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি