হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ মানুষ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় রমজান মাসে গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৫ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। বিদ্যুৎ অফিস বলছে, বিদ্যুতের লাইনের সংস্কারকাজ ও লো-ভোল্টেজের কারণে এমন হচ্ছে। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে। লাইনের বিভিন্ন সংস্কারকাজের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বাড়ছে মানুষের ভোগান্তি। রমজানে ইফতার ও তারাবির নামাজ আদায়ের সময় থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। 

উপজেলার কালমেঘা এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক হাসান খান বলেন, ‘কখনো কখনো ইফতারের প্রস্তুতির সময় আবার ইফতারের পরেই বিদ্যুৎ চলে যায়। একবার চলে গেলে আসার আর নাম থাকে না। নামাজ থেকে শুরু করে শেষ পর্যন্ত বিদ্যুৎ থাকে না।’ 

সদর ইউনিয়নের জাকিয়া ও পৌরসভার নাইম হাওলাদার জানান, লাইনের সংস্কারকাজের নাম করে তিন ঘণ্টার কথা বলে বিদ্যুৎ গেলে ছয় ঘণ্টায়ও আসে না। কয়েক মাস পরপর ঠিকই বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কিন্তু সার্ভিস খুব খারাপ দিচ্ছে তাঁরা। 

এ বিষয়ে পাথরঘাটা পল্লী বিদ্যুতের পাথরঘাটা আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. আব্দুস ছালাম বলেন, ‘সন্ধ্যার পরে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে এই সমস্যা হচ্ছে। এ ছাড়া লাইনের সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে। আমরা এলাকাভিত্তিক সবাইকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে আসছি। সেই সঙ্গে সমস্যা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি।’

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে