হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মহানবীকে কটূক্তির অভিযোগে থানা ঘেরাও, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাকেরগঞ্জে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে বরিশাল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা।

এদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুসল্লিদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ দেখান। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় আলেম-ওলামারা দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সড়ক অবরোধের খবরে সকাল ৮টায় ঘটনাস্থেল আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। তিনি বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আইনের মাধ্যমে তাঁর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ