হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’ 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলকলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের অতুল ব্যাপারীর স্ত্রী তিন সন্তানের জননী ইতি ব্যাপারী (৪২) রোববার রাতে ঘরের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ইতি ব্যাপারীর ছেলে অসিম ব্যাপারি জানান, তাঁর বাবা অতুল ব্যাপারীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর মায়ের ঝগড়া হয়। এতে অভিমান করে গলায় ফাঁস দেন তাঁর মা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিরন হালদার তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান ইতি ব্যাপারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গত সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক