হোম > সারা দেশ > ভোলা

পিকআপে উচ্চ শব্দে গান বাজানোয় ২২ শিক্ষার্থী আটক, মুচলেকা দিয়ে মুক্তি 

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে একটি পিকআপ ভ্যানে উচ্চ স্বরে গান বাজিয়ে তাতে চড়ে শহরে ঘুরছিল ২২ এসএসসি পরীক্ষার্থী। এ সময় পুলিশ ওই পিকআপটি আটকে সড়ক আইনে মামলা দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের আটক করা হয় গতকাল মঙ্গলবার দুপুরে। পরে রাতে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া।

ওসি আজকের পত্রিকাকে জানান, ‘জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে ২২ এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে ওই দিন রাতেই তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে আটক এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, এ ব্যাপারে পিকআপ ভ্যানটির নামে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জনসাধারণের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা-পুলিশ পিকআপটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা