হোম > সারা দেশ > পটুয়াখালী

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামীর বাড়ি থেকে জান্নাতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতি আক্তার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামের মো. ফিরোজ আলমের স্ত্রী। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ছয় মাস আগে জান্নাতির সঙ্গে ফিরোজ আলমের বিয়ে হয়। এরপর থেকে জান্নাতি স্বামীর বাড়িতে থাকতেন। গতকাল রাত ৮টার দিকে সবার অগোচরে স্বামীর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে মারা যান। ফিরোজ আলম ঘরে এসে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, শুক্রবার জান্নাতি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের কারণ এখনো জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের