হোম > সারা দেশ > বরিশাল

বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে করে নববধূ আনলেন চিকিৎসক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

চিকিৎসক হয়ে ইতিমধ্যে বাবার স্বপ্ন পূরণ করেছেন তৌফিকুল ইসলাম রনি। তবে তাঁর বাবার আরও একটি স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে পুত্রবধূ আনার। সেটিও আজ শনিবার পূরণ করেছেন এই চিকিৎসক। শরীয়তপুর থেকে নববধূকে পটুয়াখালীর কুয়াকাটায় নিজের বাড়িতে এনেছেন তিনি। 

তৌফিকুল ইসলাম রনি হলেন কুয়াকাটা পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় আবাসিক হোটেলের ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে। আজ দুপুরে মানিক মিয়ার বাড়ির পাশে খোলার মাঠে বরযাত্রীর হেলিকপ্টারটি এসে পৌঁছায়। নিজের স্বপ্ন পূরণ করতে ছেলের বিয়ের বরযাত্রী হেলিকপ্টারে করিয়েছেন বলে জানান মানিক মিয়া। 

গতকাল শুক্রবার চিকিৎসক তৌফিকুলের সঙ্গে শরীয়তপুরের জাজিরা এলাকার ব্যাংকার নুরুজ্জামান ব্যাপারীর বড় মেয়ে চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বিয়ে হয়। তাঁরা ঢাকার বেসরকারি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পাশ করেছেন। তাঁরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। 

গতকাল শুক্রবার নুরুজ্জামান ব্যাপারীর বাড়িতে বরযাত্রী নিয়ে পুত্রবধূকে আনতে যান মানিক মিয়া। পরে আজ দুপুরে হেলিকপ্টারে করে ছেলে ও পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন। হেলিকপ্টারটি তাঁদের বাড়ির পাশে অবতরণের আগেই বরযাত্রী দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। 

বর চিকিৎসক তৌফিকুল ইসলাম রনি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। তাই বাবা আমাকে হেলিকপ্টারে করে বিবাহ করিয়েছেন। বাবাকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন।’ 

নববধূ চিকিৎসক নীলিমা আফরিন নওমী জানান, ‘গতকাল শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আমাদের বাড়িতে গিয়েছিল আমাকে নিয়ে আনতে। গতকাল আসতে পারিনি আজকে শ্বশুর আমাদেরকে হেলিকপ্টারে করে আনিয়েছেন। এতে আমার পরিবার ও এলাকার মানুষ অনেক খুশি।’ 

কুয়াকাটার হোটেল রনির স্বত্বাধিকারী মানিক মিয়া বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকে অনেক মেধাবী। যখন পঞ্চম শ্রেণিতে খুব ভালো রেজাল্ট করে তখন আমি স্বপ্ন বুনেছিলাম ছেলেকে ডাক্তার বানাব এবং ছেলে বউকে হেলিকপ্টারে নিয়ে আসব। আজ আমার স্বপ্ন আজ সফল হয়েছে।’ 

স্থানীয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আজ হেলিকপ্টারে করে কুয়াকাটায় এক নবদম্পতি এসেছে। আমার কাছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যেকোনো দুর্ঘটনা রক্ষার্থে সহযোগিতা চেয়েছে আমি ওখানে পুলিশ পাঠিয়ে তাঁদেরকে সহযোগিতা করেছি।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ