হোম > সারা দেশ > বরিশাল

মাদ্রাসাছাত্রের হাত-পা-মুখ বাঁধা ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ কিশোরের বাবা। পুলিশ বলছে, ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৪)। সে পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। তিনি বলেন, ‘কিশোর ওই মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে।’ 

কিশোর হাসিবের বাবা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে আমি অসুস্থ থাকায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে আমার দোকানে হাসিব বসত। পরে শুক্রবার রাত ৯টার দিকে হাসিবকে বাড়িতে আসার জন্য ফোনে কথা বলি। তখন হাসিব আমাকে বলে, দোকান আটকানো হয়েছে, বাড়িতে আসতাছি। কিন্তু অনেক রাত হলেও বাড়িতে না আসলে আবার ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করার সময় প্রতিবেশী রিমন জানায়, হাসিবকে অপরিচিত একজন পূজা দেখানোর জন্য নিয়ে গেছে। রিমনকেও যেতে বলেছিল কিন্তু সে যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘পরদিন শনিবার সকালে নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান হাসিবের মেলেনি। পরে শনিবার সন্ধ্যায় হাসিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে শনিবার রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করি।’ 

শফিকুল ইসলাম আরও বলেন, ‘মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় রোববার বিকেলে আমার ভাই মনিরের মোবাইলে হাসিবকে নির্যাতনের পর হাত, পা ও মুখ বাঁধা দুটি ভিডিও পাঠিয়েছে অপহরণকারীরা। ওখানে হাসিবুলের গোঙানোর শব্দ পাওয়া গেছে। পুরো পরিবার দুশ্চিন্তায় আছি।’

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক