বরগুনার বেতাগী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের রেস্ট রুম দখল করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান।
আজ মঙ্গলবার বেতাগী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের একটি রেস্ট রুমে সংসার পেতেছেন ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস ধরেই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন তিনি। অথচ তিনি চাইলেই জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের আশপাশেই বাসা ভাড়া নিতে পারেন। এখানে তাঁর কক্ষে রয়েছে একটি খাট, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি তিনি মাঝে মধ্যে সেখানে থাকেন। তবে নিয়মিতভাবে রেস্ট রুম দখল করে পরিবার নিয়ে বসবাস করার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’