হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকিতে স্কুলছাত্রী ধর্ষণ: ভুক্তভোগীর মায়ের মানসিক পুনর্বাসনে নির্দেশ আদালতের

পটুয়াখালী প্রতিনিধি

ফাইল ছবি

পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।

আদালতের পিপি মজিবুর রহমান টোটন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটি এখনো তদন্তাধীন। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দুই কিশোর গ্রেপ্তার হয়ে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রয়েছে।

কিন্তু মামলার তদন্ত চলাকালেই গত ২৬ এপ্রিল ঢাকার আদাবর থানার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী। বিষয়টি তদন্তকারী কর্মকর্তা আদালতকে লিখিতভাবে অবহিত করেন।

আরও জানা যায়, ভুক্তভোগীর বাবা জুলাই আন্দোলনের একজন শহীদ। স্বামীর মৃত্যু, মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এবং অবশেষে আত্মহত্যার মতো ঘটনায় ভুক্তভোগীর মা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন। ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি দুই নাবালক সন্তানসহ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

এই প্রেক্ষাপটে আদালত তাঁর আদেশে বলেন, ভুক্তভোগীর মায়ের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া ভয়াবহ বিয়োগান্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, যা সহজেই অনুমেয়। তাই তাঁর জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

আদেশে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), পুলের হাট, যশোরে কর্মরত অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে কর্মরত সাইকোসোশ্যাল কাউন্সেলরের মাধ্যমে ভুক্তভোগীর মায়ের মানসিক কাউন্সেলিংয়ের যথাযথ ব্যবস্থা করেন।

কাউন্সেলিং সম্পন্ন হলে সংশ্লিষ্ট কাউন্সেলরের প্রত্যয়নপত্রসহ বিষয়টি তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু