হোম > সারা দেশ > বরগুনা

ইঞ্জিন বিকল হয়ে ১৪ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ভাসছে ট্রলার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ইঞ্জিন বিকল হয়ে এফবি মারিয়া নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ১৫ মে দুপুরে পাঁচ দিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দেয় এফবি মারিয়া নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য অবরোধ শুরুর আগেই এটি ঘাটে আসার কথা ছিল। কিন্তু ১৮ মে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসছে ট্রলারটি। 

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, রোববার সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় এলে মালিক সমিতিকে বিষয়টি জানান ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়। 

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি। ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদ রয়েছেন বলেও জানান তিনি।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক