বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শনিবার নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর পাশে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।
সভার শুরুতে সাদিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভালো আছেন সবাই? গলার আওয়াজ কম কেন? একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। আমি নাছোড়বান্দা। মেয়র না থাকলেও আপনাদের পাশে থাকব।’
নেতা-কর্মীদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়ে সাদিক বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের মন্ত্রী-এমপি হতে হবে এমন কোনো কথা আছে নাকি?’
তিনি আরও বলেন, ‘নৌকাকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনেক রাঘববোয়াল, সুযোগ সন্ধানী আছে। তারা আমাদের সঙ্গে ঝামেলা বাধিয়ে সুযোগ নিতে চাইবে। সুবিধাবাদীরা উসকানি দিলেও শক্ত থাকবেন।’
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আগামী সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। খোকন সেরনিয়াবাত সাদিকের ছোট চাচা। আমরা তাঁর পাশে থাকব।’ তিনি বলেন, ‘মে দিবসে বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে নতুন বার্তা দিতে চাই। আপনারা সকলে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।’
গত ১৫ এপ্রিল দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে নগরীতে আর ফেরেননি সাদিক। নৌকার মেয়র প্রাথী চাচা খোকন সেরনিয়াবাতের পাশেও এসে দাঁড়াননি।