হোম > সারা দেশ > বরিশাল

এক বোঁটাতেই ১৭ লাউ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মুলাদী পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার একটি বাড়িতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।

লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।

শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ