হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি  

শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলম।

ঝালকাঠির কাঁঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।’

এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি এখনো করব।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, ‘তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই থাকে দল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

মুলাদীতে ডিসি-ইউএনওর সামনেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা, ভাঙচুর

পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে, আশাবাদী বিআইডব্লিউটিসি

বরিশাল বিসিক শিল্পনগরীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি