হোম > সারা দেশ > ভোলা

এমপিকে হত্যার হুমকি দেওয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেওয়ার মামলায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, চাঁদাবাজিসহ ২টি মামলায় আলাউদ্দিন সরদারকে ঢাকার কদমতলী থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কলে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেন আলাউদ্দিন সরদার। এ ঘটনায় তাঁর নামে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১টি ও বোরহানউদ্দিন থানায় ৩টি মামলা হয়।

২০২১ সালে ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা