হোম > সারা দেশ > বরিশাল

বাড়ির রান্নাঘর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে নিজ বাড়ির রান্না ঘর থেকে আবু সালেহ ফরাজী (৫০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মঠবাড়িয়া থানা-পুলিশ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে দিনমজুরের স্ত্রী কোকিলা বেগম পলাতক রয়েছে। 

নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক ফরাজীর ছেলে। 

স্থানীয়রা বলছে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত তিন বছর আগে একই গ্রামের মৃত আঃ হালিম মিয়ার মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন দিনমজুর আবু সালেহ ফরাজী। এ দম্পতি নিঃসন্তান ছিলেন। সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী কোকিলা বেগম বাবার বাড়ি চলে যান। শুক্রবার স্বামী আবু সালেহ শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। স্ত্রী বাড়িতে ফিরে দেখেন এনজিও থেকে পাওয়া একটি গরু স্বামী তাঁকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়। শনিবার সকালে প্রতিবেশীরা ওই দিনমজুরের মরদেহ রান্নাঘরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী কোকিলা বেগমকে পাওয়া যায়নি। তিনি নিখোঁজ রয়েছেন। 

নিহত আবু সালের প্রথম স্ত্রীর বড় মেয়ে সালমা বেগম বলেন, ‘আমার বাবাকে ছোট মা কোকিলা বেগম হত্যা করে পালিয়ে গেছে। আমি এর কঠিন বিচার চাই।’ 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ‘গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা