পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ব্যাংকপাড়ার আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলসহ সহযোগী সংগঠনের ১০২ নেতা-কর্মীকে এজাহারনামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে আ. লীগ অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ভেঙে যায়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করেন আসামিরা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না। বরং আরও বেশি শক্তিশালী হবে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।