হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে আরিফ জমাদ্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরডউয়া গ্রামে এ ঘটনা ঘটে। কোপানোর পর বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আরিফের মৃত্যু হয়। 

আরিফ জমাদ্দার চরডউয়া গ্রামের জলিল জমাদ্দারের ছেলে। মেহেন্দিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুর হোসেন রাত ১১টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচন এবং চর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আরিফকে কোপানো হয়। মুদী দোকানি আরিফ তখন তার দোকানে বসা ছিল। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। নিহত আরিফের ভাই জসিম জমাদ্দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে কথা বলতে চাননি। 

মেহেন্দীগঞ্জ থানার এসআই আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চর আলিমাবাদ মেহেন্দিগঞ্জের একটি বিচ্ছিন্ন দুর্গম এলাকা। সেখানে আরিফ জমাদ্দার নামে একজনকে কুপিয়ে হত্যার কথা জেনেছেন। প্রতিবেশি কাশেম ও তার ছেলেরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগও দেয়নি।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫