হোম > সারা দেশ > পিরোজপুর

এইচএসসির ফল জানতে পারলেন না তানভীর, মারা গেলেন ডেঙ্গুতে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মো. তানভীর (১৮) এইচএসসি ফলপ্রত্যাশী ছিল। তিনি পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিল। ঢাকাতে থাকা অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। আজ তার মৃত্যু হয়। তানভীর খুলনার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ তার এইচএসসির ফলাফল প্রকাশের দিন।

আরএমও জানান, পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ রোগী। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫। তাদের মধ্যে আজ একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন ১ জন।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা