হোম > সারা দেশ > পিরোজপুর

এইচএসসির ফল জানতে পারলেন না তানভীর, মারা গেলেন ডেঙ্গুতে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মো. তানভীর (১৮) এইচএসসি ফলপ্রত্যাশী ছিল। তিনি পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিল। ঢাকাতে থাকা অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। আজ তার মৃত্যু হয়। তানভীর খুলনার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ তার এইচএসসির ফলাফল প্রকাশের দিন।

আরএমও জানান, পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ রোগী। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫। তাদের মধ্যে আজ একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন ১ জন।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ