হোম > সারা দেশ > বরগুনা

জালে ধরা পড়া ২১ কেজির ভোল সাড়ে ৩ লাখে বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়।

মাছটি কেনেন পাইকারি ব্যবসায়ী মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা গেছে, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এই ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। এর দুই দিন পর মাছটি তাঁদের জালে আটকা পড়ে। 

পাইকারি ব্যবসায়ী সোলায়মান বলেন, ‘ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি মাছটিতে ভালোই লাভ হবে।’

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আগে অনেক ভোল মাছ পেত জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।’

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়। ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক