হোম > সারা দেশ > বরিশাল

স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামশুল আলম চুন্নু পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানা গেছে। আসনটিতে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক। 

মোহাম্মদ সামশুল আলম চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিন বারের চেয়ারম্যান। ১৩ বছর ধরে উপজেলা আ. লীগের সভাপতি। অথচ দলীয় মনোনয়নে বঞ্চিত হয়েছি, কিন্তু নেত্রী সুযোগ দিয়েছেন জনপ্রিয়তা থাকলে যে কেউ ভোটে অংশ নিতে পারবেন। যে কারণে আজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। মন্ত্রণালয়ও গ্রহণ করেছে।’ 

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর জাপার এমপির কারণে বাকেরগঞ্জে উন্নয়ন হয়নি।’ তিনি নির্বাচনে অংশ নিলে আ. লীগের কেউ জাপার দিকে ফিরেও তাকাবে না। 

এর আগে ২০০৮ সাল থেকে আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) দখলে রয়েছে। এখানকার বর্তমান সংসদ সদস্য হলেন জাপার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না। আসন ভাগাভাগিতে এবারও জাপা কিংবা জাসদকে ছাড় দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫