হোম > সারা দেশ > বরিশাল

চোরকে চোর বলুন, তা যে-ই হোক না কেন: সাংবাদিকদের ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাব—যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করা না হয়।’ 

আজ শনিবার বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে তিনি একথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রশাসনকে বলেছি যেন তারা সকলের সঙ্গে সমান ব্যবহার করেন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বল প্রয়োগ ও আইন প্রয়োগ করতে হবে শতভাগ। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্ত করেছে।’ 

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার শাস্তি হবে। এই বিধির মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ 

নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চুরি করলে চোরকে চোর বলুন, তা যে-ই হোক না কেন। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। আপনারা মাঠপর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন।’

নির্বাচন কমিশনা বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। নিশ্চিন্তে থাকেন ভোটার উপস্থিতি অনেক বেশি হবে।’ 

এ সময় বিভাগীয় কমিশনার শওকত আলী ও পুলিশ কমিশনার জাহিদুল কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে বরিশাল জেলার মধ্যে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু