হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পৃথক স্থানে বাস-টেম্পোর সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষের পৃথক দুটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় দুজন এবং অপর তিনজন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটির জিরোপয়েন্ট এলাকায় নিহত হন। 

বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় নিহত দুজন হলেন বাবুগঞ্জের মাধবপাশা গ্রামের মতিলাল দাস (৫০) ও নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিটি করপোরেশনের কর্মচারী সেন্টু হাওলাদার (৪৮)। 

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিহতরা হলেন সুরভী খান (৪৩), রাজীব (২৭) ও জসীম (৩০)। দুটি ঘটনায় আহত আরও চার টেম্পোযাত্রীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

নিহত সুরভী খানের ভাই আসাদুজ্জামান জানান, সুবিদখালী ইউনিয়নের কর্মস্থল থেকে তাঁর বোন সুরভী টেম্পোতে বরিশাল নগরীর বটতলা এলাকার বাসায় ফিরছিলেন। সুরভী ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন। 

স্থানীয় সূত্র জানায়, নলছিটির জিরোপয়েন্টে ঢাকা থেকে কুয়াকাটাগামী বেপারী পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে রাজীব ও জসীম নামের দুজন নিহত হন। সুরভী খানকে বরিশাল বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পর আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে থানা ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে যশোর রুটের চাকলাদার পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত তিন টেম্পোযাত্রী উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তবরত চিকিৎসক মতিলাল ও সেন্টু হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ