হোম > সারা দেশ > বরিশাল

২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

র‍্যাবের জব্দ করা জাল নোট। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মিজান হাওলাদার (১৯) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাঈম হোসেন (২৫)। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল বন্দর থানায় মামলা করেছে র‌্যাব। আদালতের মাধ্যমে আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বলেন, কর্ণকাঠি গ্রামের বড় মোল্লাবাড়ি সড়কে বেশ কয়েক ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার জন্য উপস্থিত হয়। তখন সেখানে অভিযান চালিয়ে মিজান ও নাঈমকে আটক করা হয়। এরপর মিজানের ব্যাগ তল্লাশি করে ১ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। মিজানের দেওয়া তথ্যমতে, চরকাউয়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ লাখ ২৫ হাজার ৩১৫টি জাল নোট জব্দ করা হয়। এসময় জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ১টি করে প্রিন্টার ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ