হোম > সারা দেশ > বরিশাল

২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

র‍্যাবের জব্দ করা জাল নোট। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মিজান হাওলাদার (১৯) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাঈম হোসেন (২৫)। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল বন্দর থানায় মামলা করেছে র‌্যাব। আদালতের মাধ্যমে আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বলেন, কর্ণকাঠি গ্রামের বড় মোল্লাবাড়ি সড়কে বেশ কয়েক ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার জন্য উপস্থিত হয়। তখন সেখানে অভিযান চালিয়ে মিজান ও নাঈমকে আটক করা হয়। এরপর মিজানের ব্যাগ তল্লাশি করে ১ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। মিজানের দেওয়া তথ্যমতে, চরকাউয়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ লাখ ২৫ হাজার ৩১৫টি জাল নোট জব্দ করা হয়। এসময় জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ১টি করে প্রিন্টার ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার