হোম > সারা দেশ > বরিশাল

দম্পতিকে মারধর করে ২০টি কাঁঠাল ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মী

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে এক দম্পতিকে মারধর করে কাঁঠাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগকারী মোশারেফ হাওলাদার (৬৫) ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর অভিযুক্ত রাকিবুল হাসান রানা মৃধা মুলাদী পৌর যুবলীগ কর্মী। 

মোশারেফ হাওলাদার লিখিত অভিযোগে উল্লেখ করেন, রাকিবুল হাসান রানা মৃধা তাঁর প্রতিবেশী। জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ রয়েছে। আজ শনিবার সকালে তাঁর গাছের ২০টি কাঁঠাল নিয়ে ভ্যানে বাড়ি যাওয়ার সময় পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে রানা মৃধা পথরোধ করে তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে মারধর শুরু করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করে রানা মৃধা কাঁঠালগুলো নিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে রানা মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘মোশারেফ হাওলাদার ও তাঁর স্ত্রী আমাদের গাছের ২০ কাঁঠাল নিয়ে যাচ্ছিলেন। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের থেকে কাঁঠাল রেখে দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।’ 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, যুবলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি