হোম > সারা দেশ > পটুয়াখালী

নিখোঁজের ৫ দিন পর রাঙ্গাবালীতে কিশোরের মরদেহ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। নিয়াজ পেশায় একজন জেলে ছিলেন। 

জানা গেছে, ৩ জানুয়ারি বিকেল ৫টায় নিয়াজসহ আরও তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যান। কিন্তু ওই দিন রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন ৪ জানুয়ারি ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিখোঁজের পাঁচ দিন পর শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশের ইসগেটসংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। 

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা