হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় বন থেকে ২টি মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের বন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছেন বনকর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে হরিণ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

বন বিভাগ সূত্রে জানা যায়, হরিণঘাটা বনের জিনতলা এলাকা থেকে দক্ষিণে বনের গভীরে দুটি মৃত হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন তাঁরা। এরপর বনের ভেতরের খালের পাড় থেকে হরিণ দুটি উদ্ধার করে আজ সন্ধ্যায় পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসা হয়।

স্থানীয়দের থেকে জানা যায়, কিছু অসাধু জেলে খালে বিষ দিয়ে মাছ শিকার করেন। সম্ভবত হরিণ দুটি সেই খাল থেকে পানি পান করায় মারা গেছে।

পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মুহিদুর রহমান বলেন, ‘পাথরঘাটায় মুষলধারায় বৃষ্টি হওয়ায় বনের ভেতর থেকে খুঁজে বের করতে একটু বেগ পেতে হয়েছে। হরিণ দুটো বনের ভেতরে খালের পাড়ে একটি, অপরটি ২০ হাত দূরত্বে পাওয়া গেছে। মৃত হরিণ দুটি প্রায় দেড় শ কেজি হবে।’

পাথরঘাটার ইউএনও সুফল চন্দ্র গোলদার বলেন, ‘হরিণ দুটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এ ছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণগুলোর চামড়া ও শিং সংরক্ষণ করা হবে।’

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক