হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় বন থেকে ২টি মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের বন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছেন বনকর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে হরিণ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

বন বিভাগ সূত্রে জানা যায়, হরিণঘাটা বনের জিনতলা এলাকা থেকে দক্ষিণে বনের গভীরে দুটি মৃত হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন তাঁরা। এরপর বনের ভেতরের খালের পাড় থেকে হরিণ দুটি উদ্ধার করে আজ সন্ধ্যায় পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসা হয়।

স্থানীয়দের থেকে জানা যায়, কিছু অসাধু জেলে খালে বিষ দিয়ে মাছ শিকার করেন। সম্ভবত হরিণ দুটি সেই খাল থেকে পানি পান করায় মারা গেছে।

পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মুহিদুর রহমান বলেন, ‘পাথরঘাটায় মুষলধারায় বৃষ্টি হওয়ায় বনের ভেতর থেকে খুঁজে বের করতে একটু বেগ পেতে হয়েছে। হরিণ দুটো বনের ভেতরে খালের পাড়ে একটি, অপরটি ২০ হাত দূরত্বে পাওয়া গেছে। মৃত হরিণ দুটি প্রায় দেড় শ কেজি হবে।’

পাথরঘাটার ইউএনও সুফল চন্দ্র গোলদার বলেন, ‘হরিণ দুটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এ ছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণগুলোর চামড়া ও শিং সংরক্ষণ করা হবে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫