হোম > সারা দেশ > বরিশাল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি, সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। 

বাসদের বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সদস্য সন্তু মিত্র, জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার। 

এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের কশাঘাতে মানুষের জীবন জর্জরিত। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না অথচ মাছ-মাংস-চালের স্বাধীনতা চাওয়া নিয়ে একটি কার্ড প্রচার করাকে কেন্দ্র করে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা বলে সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মাছ-মাংস-চালের স্বাধীনতা চাওয়া অপরাধ হলে আমরা সবাই এই অপরাধে অপরাধী, ১৬ কোটি মানুষকে গ্রেপ্তার করুন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তাঁদের বিভিন্ন দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি