হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যা, কর্মচারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-বরিশাল লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই (৩০) নামক এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মৃত মানিক সিপাইয়ের ছেলে। তিনি সুরভী-৪ লঞ্চের কর্মচারী ছিলেন। ওই লঞ্চের কর্মচারী কেবিনে এক পোশাককর্মী তরুণী ঢাকা থেকে বরিশালগামী যাত্রী ছিলেন। ২০১৯ সালের ১৯ জুলাই রাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ওই তরুণী।

পরদিন সকালে অজ্ঞাত পরিচয়ে কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াডাটা গ্রামের মো. বজলু ব্যাপারী মরদেহটি তাঁর মেয়ে আঁখি আক্তারের বলে শনাক্ত করেন। আঁখি ঢাকায় স্বামীর সঙ্গে থাকতেন।

মামলার এজাহারে বজলু ব্যাপারী উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র করার জন্য আঁখি ঢাকা থেকে লঞ্চে বরিশালে রওনা হয়েছিলেন। সুমন সিপাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর (সুমন) কেবিনে থাকতে দেয়। পরে রাতে কেবিনে ঢুকে আঁখিকে ধর্ষণ করেন সুমন। এ সময় আঁখি চিৎকারের চেষ্টা করলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুমনকে একমাত্র আসামি করে মামলার অভিযোগপত্র দিয়েছিলেন।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০