হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে নেই সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কমিটিতে সাদিক এবং তাঁর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নাম নেই। সদস্য সবাই আওয়ামী লীগে মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত। 

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাউকে রাখা হয়নি। ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র ও সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগরের সহসভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পড়ে গত দুই বছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও মঈন তুষার। এ দুজনই সাদিকের রোষানলে ছিলেন গত পাঁচ বছর। 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, মো. হুমায়ন কবীর, যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও শাহীন সিকদার, অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার। 

 এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্ধারণের কত দিন হলো অথচ জেলা ও মহানগর আওয়ামী লীগের কেউ আসছে না। নির্বাচনী কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত যথাযথ হয়েছে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ