পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মো. নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নামে বিস্ফোরকদ্রব্যের মামলাসহ ১৪টি মামলা রয়েছে।