হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত তিন  

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। একই দিন পাল্টা হামলায় আহত হয়েছেন আরও দুই ছাত্র। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ববি প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অর্থনীতি বিভাগের মো. মারুফ শাহরিয়ার এবং কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান বিভাগের রিয়াতুল আজিমকে পিটিয়ে জখম করা হয়। আহতরা ৩ জনই ছাত্রলীগ কর্মী মোবাশ্বির রিদমের অনুসারী।

ছাত্রলীগ কর্মী মোবাশ্বির রিদম এ প্রসঙ্গে বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আহত সকলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরবর্তীতে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত আছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম