হোম > সারা দেশ > বরিশাল

হাতবোমা সন্দেহে মুলাদী কলেজের পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

হাতবোমা রয়েছে সন্দেহে বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ভবনটি ঘিরে রাখে। এ সময় ঢাকায় বোম নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই তথ্য জানিয়েছেন। সেখানে তিন ব্যাগ হাতবোমা রয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করে থাকতে পারে। এদিকে কলেজের ভবনে হাতবোমা পাওয়ার সংবাদে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, আজ রোববার সন্ধ্যায় এক ব্যক্তি প্রস্রাব করতে গিয়ে মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা দেখতে পান। সন্ধ্যা ৬টার দিকে থানার একদল পুলিশ গিয়ে ভবনটি ঘিরে রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, হাতবোমা রাখার সংবাদ পেয়ে ভবনটি ঘিরে রাখা হয়েছে। রাত ১০-১১টার মধ্যে পুলিশের বোমা নিষ্ক্রিয় করার ইউনিট পৌঁছার কথা রয়েছে। বোমা নিষ্ক্রিয় শেষে তদন্তকাজ শুরু হবে।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক