হোম > সারা দেশ > বরিশাল

চালকের চোখে ঘুম, লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের দাবি, চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের উদ্দেশে যাত্রা করছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে গৌরনদী উপজেলার বার্থি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় অ্যাম্বুলেন্সটি। এতে করে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ স্বজন গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চালক ক্লান্ত ছিলেন। তাঁর চোখে ঘুম ছিল। স্বজনদের অনুরোধ সত্ত্বেও তিনি গাড়ি থামাননি। এটি চরম দায়িত্বহীনতা ও অবহেলা। এ ঘটনায় আহত স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা লাশের অ্যাম্বুলেন্সটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে গেছি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা