হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: ৩ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহতের ঘটনায় ২ দিন পর পুলিশ বাদী হয়ে চালকসহ ৩ জনকে আসামি করে মামলা করেছে। গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক সুশংকর মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলা করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহনের চালক মোহন খান, সুপারভাইজার মিজান ও বাসচালকের সহকারী আকাশকে আসামি করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা না করায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

উল্লেখ্য, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাশার স্মৃতি পরিবহন নামক যাত্রীবাহী বাসটি শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে। এ সময় ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন। 

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলী বলেন, আজ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনো বেশ কিছু কাজ বাকি থাকায় জেলা প্রশাসনের কাছে অন্তত আরও দুই দিন সময় বাড়ানোর আবেদন করা হবে।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়