বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও তিন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়াও প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ে নষ্ট করা হয়েছে। উদ্ধার করা জাটকা এতিম খানায় বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত ২ মার্চ থেকে মেঘনা নদীতে ২ মাসের অভয়াশ্রম ঘোষণা করছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় অভিযান চালায় হিজলা নৌ-পুলিশ। এ সময় ১৫ জেলে আটক করা হয়।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গতকাল অভিযানে নিষেধাজ্ঞার আওতায় যেসব নৌকা নদীতে পাওয়া গেছে তাদের নৌকা নষ্ট করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।