হোম > সারা দেশ > বরিশাল

দুমকি সরকারি কলেজে ছাত্রলীগ–ছাত্রদলের সংঘর্ষ, আহত ২ 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে পাল্টাপাল্টি মিছিলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের নেতা সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার দুমকি সরকারি জনতা কলেজে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ছাত্র আবু সুফিয়ান ও প্রথম বর্ষে আবু নাইম হাওলাদার। তারা ছাত্রলীগের সমর্থক বলে জানা গেছে। 

এ বিষয় কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই।’ 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (রোববার) দুমকি সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। এ সময় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে গেটে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে ছাত্রদল মিছিল নিয়ে কলেজে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ গেটে তাদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু এ ঘটনায় আমাদের দু’জন নেতা কর্মী আহত হয়েছেন, তাই দুমকি থানায় মামলার প্রক্রিয়া চলছে।’ 

উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি সদর হাসপাতালে ভর্তি আছি।’ 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।’

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প