হোম > সারা দেশ > বরিশাল

ঈদের বাজারে মাল আনতে গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ীরা, ট্রলারডুবিতে নারীর মৃত্যু

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে মুলাদি উপজেলার ২৫ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামালসহ একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে আড়িয়ালখাঁ নদের শাখা নদীতে পিঙ্গলাকাঠী বাজারের কাছে তালুকদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটি গৌরনদীর টরকী বন্দর থেকে মালামাল ও যাত্রী নিয়ে মুলাদি উপজেলার আলীমাবাদ ও সেলিমপুর বাজারে যাচ্ছিল। ট্রলারডুবিতে মোসা. মনি আক্তার (৪৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুলাদি উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপুল বিশ্বাস ও গৌরনদী থানার ওসি মো. ইউনুছ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীদের বরাতে পুলিশ জানায়, চালক মো. আবুল কালাম ওই অঞ্চলের আলীমাবাদ, রামচর লঞ্চঘাট ও সেলিমপুর বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়মিত পরিবহন করতেন। শনিবার বিকেলে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি টরকী বন্দর থেকে আলীমাবাদ বাজারের উদ্দেশে রওনা দেয়। পিঙ্গলাকাঠী বাজার অতিক্রম করে তালুকদারবাড়ি এলাকায় ট্রলারটি মোড় নেওয়ার সময় কাত হয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনি আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

আলীমাবাদ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম খান জানান, ট্রলারে তাঁর ২ লাখ ২০ হাজার টাকার মুদি মালামাল ছিল। ঈদুল আজহার আগে অন্য ব্যবসায়ীরাও ২-৩ লাখ টাকার করে মালামাল আনছিলেন। তাঁর দাবি, ট্রলারটিতে মোট ২৪-২৫ জন ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল, যা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সর্বস্ব হারিয়েছি।’

গৌরনদী থানার ওসি ইউনুছ মিয়া বলেন, ‘মালামালসহ ট্রলারডুবিতে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের