হোম > সারা দেশ > ভোলা

তেলবাহী কার্গো ডুবি: ঘন কুয়াশা-স্রোতে ব্যাহত উদ্ধার অভিযান

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনায় সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধারে অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি শুরু হয়। এদিকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

উদ্ধার অভিযানে অংশ নেয় জাহাজ জোহুর ও হুমায়ারা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন। 

বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাহাজটি পানির তলদেশ থেকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ জি এম আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে স্টিলের (তারের) মোটা ক্যাবল লাগানোর কাজ চলছে। সকালে একটি ক্যাবল লাগানো শেষ হয়েছে। রাতের মধ্যে আরও একটি ক্যাবল লাগানোর কাজ শেষ হবে। এরপর ওই ক্যাবল যাতে স্লিপ না কাটে সে জন্য জাম্প দেওয়া হবে। তারপর শুক্রবার থেকে আবার লিপ্টিং করা হবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।’

এদিকে পরিবেশ দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম জানান, জাহাজের নিরাপত্তা, তেল অপসারণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ কাজে নিয়োজিত থাকবেন।

পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসতে আরও পাঁচ দিন সময় লাগবে। তখন ক্ষতির পরিমাণ বলা যাবে।’

এদিকে দ্রুত জাহাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় ও পরিবেশবিদরা।

আরও পড়ুন:

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর