হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে জাকির আকন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পূজাখোলা গ্রামে তৃতীয় স্ত্রীর বাবার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

জাকির আকনের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে পূজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে সোনিয়া বেগমকে বিয়ে করেন তিনি। সোনিয়া তাঁর তৃতীয় স্ত্রী। গত সোমবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। স্ত্রী সোনিয়া বেগমের দাবি, তাঁর স্বামী গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর তাঁর হদিস মেলেনি। আজ সকালে শ্বশুরবাড়ির পাশে বীজ খেতে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাকির আকনের ছেলে রাকিব আকন বলেন, ‘আমার বাবা গতকাল রাতে ফোন দিয়ে বলে, “আমাকে তুই এসে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে।” এর পর থেকে বাবার ফোন বন্ধ পাই। আজ সকালে জানতে পারি, বাবার মরদেহ হাসপাতালে। বাবাকে আমার সৎমা ও তাঁর বাবার বাড়ির লোকজন হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

জাকির আকনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে আমার বাবার বাড়ি থেকে তিনি চলে যান। এরপর কী হয়েছে আমি জানি না। আজ শুক্রবার সকালে স্থানীয়রা জানায় যে আমার স্বামী বীজ খেতে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, জাকির আকন নামের একজনের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ