হোম > সারা দেশ > বরিশাল

দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ৫ হাজার টাকা: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের প্রতিটি মানুষের মাথার ওপর ১ লাখ ৫ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা। আজ যে শিশুটি জন্ম গ্রহণ করছে, সেই শিশুটিকেও ১ লাখ ৫ হাজার টাকার ঋণের বোঝা নিতে হচ্ছে। গত ১৫ বছরে কমপক্ষে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন। 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের নির্বাচন নিয়ে আমেরিকা, চীনসহ বড় বড় শক্তিশালী রাষ্ট্র নাক গলাচ্ছে। বিদেশিদের হস্তক্ষেপের পথ দেখিয়েছে আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং দিনের ভোট রাতে করা না হলে দেশের এই অবস্থা হতো না। 

ফয়জুল করীম আরও বলেন, ‘দিনের ভোট রাতে করে, কারচুপি করে আর ক্ষমতায় আসা যাবে না। এ দেশে জনগণ সেটা আর করতে দেবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’ 

ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।  সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। এ সময় ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার