হোম > সারা দেশ > বরিশাল

দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ৫ হাজার টাকা: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের প্রতিটি মানুষের মাথার ওপর ১ লাখ ৫ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা। আজ যে শিশুটি জন্ম গ্রহণ করছে, সেই শিশুটিকেও ১ লাখ ৫ হাজার টাকার ঋণের বোঝা নিতে হচ্ছে। গত ১৫ বছরে কমপক্ষে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন। 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের নির্বাচন নিয়ে আমেরিকা, চীনসহ বড় বড় শক্তিশালী রাষ্ট্র নাক গলাচ্ছে। বিদেশিদের হস্তক্ষেপের পথ দেখিয়েছে আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং দিনের ভোট রাতে করা না হলে দেশের এই অবস্থা হতো না। 

ফয়জুল করীম আরও বলেন, ‘দিনের ভোট রাতে করে, কারচুপি করে আর ক্ষমতায় আসা যাবে না। এ দেশে জনগণ সেটা আর করতে দেবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’ 

ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।  সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। এ সময় ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক