হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গুদাম থেকে গরিবের ১ হাজার কম্বল জব্দ

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান কাজীর গুদাম থেকে প্রায় ১ হাজার কম্বল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে উপজেলার খুন্না বাজারের একটি গুদাম থেকে কম্বলগুলো জব্দ করেন।

জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক এমপি পংকজ নাথের ডানহাত হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ নাথের সব কাজ করতেন রিপন খান। তাতে রিপন খান রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও ছিল না।

এ বিষয়ে জানতে রিপন খানকে ফোন করা হলে তাঁর স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন, এসব কম্বল এমপি পংকজ নাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।

এ বিষয়ে জানতে চাইলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা খবর দিলে প্রায় এক হাজার কম্বল জব্দ করি। কম্বলের ওপর লেখা রয়েছে “নট ফর সেল”। কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ