হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বাসচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

আজ রোববার বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন (৫৫) একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দুজনই পথচারী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি বাস চরফ্যাশন থেকে ভোলায় যাচ্ছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে।

পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ