হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বাখরকাঠির বন্দর সংলগ্ন কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রলির চালক ও বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৩), ট্রলির আরোহী শ্রমিক বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৪) ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৬)। এ ঘটনায় বাস চালক মো. শামীমকে আটক করেছে বাকেরগঞ্জ থানা-পুলিশ। 

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম সাংবাদিকদের জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাখরকাঠির কাঠেরপোল নামক এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে বাসটি খাদে পরে যায়। খবর পেয়ে তাদের টিম হতাহতদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলে একজন ও বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসার পরই মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে সহায়তা করা হয়। এ সময় বাস ও ট্রলি জব্দ করা হয়। বাসের চালক মো. শামীমকে আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল সচল রয়েছে। 

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী