হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে মৎস্যজীবী নেতাকে কুপিয়ে জখম

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

নেছারাবাদে হামলার শিকার জসিম হাওলাদারকে বুধবার রাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৪৫) নামে ইউনিয়ন মৎস্যজীবী দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কিসলু সিকদারের নেতৃত্বাধীন একটি বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে স্থানীয় পুলিশ ফাঁড়ির কাছেই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, ফেসবুকে চলমান ছাত্র-জনতার আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা এবং এর জবাবে পাল্টা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে এ হামলা হয়।

আহত জসিম হাওলাদারকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমার ভাই একজন নিরীহ মাছ ব্যবসায়ী ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। কিসলু সিকদার তার বাহিনী নিয়ে বাজারে এসে আমার ভাইকে প্রকাশ্যে মারধর করে। পরে তাকে ধরে নিজেদের আস্তানায় নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মুখ ও পিঠে কুপিয়ে জখম করে।’

গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব মৃধা বলেন, ‘কিসলু সিকদার মূলত স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সে আগে থেকেই নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলন নিয়ে ফেসবুকে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল। তাকে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ভাই শফিক, নাঈমসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে জসিম হাওলাদারকে তুলে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।’

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গাজী মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিসলু সিকদার নির্মমভাবে জসিমের ওপর হামলা চালিয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আহতের মুখে কাটা দাগ, ঠোঁট ও নাক ফুলে গেছে এবং পিঠে গভীর ক্ষত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক