হোম > সারা দেশ > বরিশাল

প্রকৌশলীকে চাপা দেওয়া বাসের চালক বরিশালে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)। প্রকৌশলীকে চাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় জড়িত বাস চালক মাহমুদ হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শনিবার ভোরে র‍্যাব-১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
  
গ্রেপ্তারকৃতের নাম হাসান মাহমুদ হিমেল। তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে। 
গতকাল শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ ঘটনা ঘটে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাসটি ঢুকে যায়। 

 এ সময় বাসের চাপায় সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। র‍্যাব জানায়, ঘটনার পরপরই চালক মাহমুদ পালিয়ে যায়। তিনি ঢাকা ত্যাগ করে নিজ বাড়ি বরিশালের হিজলায় গিয়ে অবস্থান নেন। র‍্যাবের অনুসন্ধানে মাহমুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চালককে গ্রেপ্তার শেষে ঢাকার সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প